Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
নিজস্ব প্রতিবেদক: কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে গণ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পার্কিং এলাকায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজ সেবামূলক সংগঠন 'বন্ধন' এর আয়োজনে এ মহতী অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোজাদার ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচকরা মাহে রমজানের ফজিলত, সংযমের গুরুত্ব ও ইবাদতের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস, এ মাসে বেশি বেশি ইবাদত ও দান-সদকা করা উচিত। ইসলামের মূল শিক্ষা শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের আয়োজক সংগঠন 'বন্ধন'-এর সভাপতি তারেকুল ইসলাম পাটুয়ারী বলেন,"রমজান আমাদের জন্য বিশেষ একটি রহমতের মাস। আমরা চাই, এই পবিত্র মাসে সমাজের প্রতিটি মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করুক। আপনাদের সহযোগিতা থাকলে, প্রতি বছরই আমরা এরকম সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিতে পারব ইনশাআল্লাহ।"
বক্তব্য শেষে উপস্থিত অসংখ্য রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options