আবরার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পালানোকে কেন্দ্র করে বুয়েটে বিক্ষোভ

উত্তাল বুয়েট, আবরার ফাহাদের খুনির পলায়ন

আবরার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পালানোকে কেন্দ্র করে বুয়েটে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর ঘটনায় বুয়েট শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছে।

সোমবার রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে মিছিল বের করে পলাশী মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছান। সেখানে এক সংবাদ সম্মেলনে তারা দ্রুত জেমিকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকরের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ হত্যার বিচার চাইছি। একজনের ফাঁসির রায় হয়েছে, ভেবেছিলাম কিছুটা হলেও স্বস্তি পাবো। কিন্তু এখন জানতে পারছি, সেই আসামি পালিয়ে গেছে—এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।”

এর আগে, সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে আবরার ফাইয়াজ জানান, জেমি গত বছরের ৫ আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যায়, অথচ এতদিন এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তিনি প্রশ্ন তোলেন, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তো কনডেম সেলে থাকার কথা, সে কীভাবে পালায়? পালানোর পরও তথ্য গোপন রাখার অর্থ—তাকে ধরার কোনো চেষ্টা করা হয়নি।”

তিনি আরও জানান, আবরার হত্যা মামলার আরও তিনজন আসামি আগেই পলাতক ছিল। জেমির পিতার নাম আব্দুল মজিদ, মাতার নাম জোসনা বেগম। তার ঠিকানা ময়মনসিংহের কোতোয়ালি থানার ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার।