বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "জন্মস্থান প্রতি একটা আলাদা মায়া এবং ভালোবাসা থাকে। ২০০১ সালের নির্বাচনের পর আজ ২৪ বছর পর আপনাদের সামনে কথা বলার সুযোগ পেলাম। কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে জানে, আর কেউ সে ভাবে জানে না।"

তিনি আরও বলেন, "আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আমার বয়স ছিল সাড়ে ১২ বছর যখন মুক্তিযুদ্ধ শুরু হয়। সাড়ে ১২ বছরের একজন কীভাবে যুদ্ধের সময় মানুষ হত্যা করতে পারে? এটি কি বিশ্বাসযোগ্য? কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষীও দেয়নি। হিন্দু ভাইয়েরাও এতে একমত হয়নি।"

ডা. শফিকুর রহমান বলেন, "সে সময় আমি জামায়াতের সাথে যুক্ত ছিলাম না। অন্য একটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, যার কথা বলার সময় এখন লজ্জা হয়। বিগত জালিম সরকারের সময় আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আগস্টের ১ তারিখে আমাদের নিষিদ্ধ করা হয়। সেই সময়ে আমি আল্লাহর কাছে বলেছিলাম, 'চারদিন পর আল্লাহর বিচার হবে।'"

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবে ছাত্রদের সাথে আমরাও ছিলাম। আল্লাহ সেই জালিম সরকারের পতন ঘটিয়েছেন।"

১ এপ্রিল, মঙ্গলবার কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর সহ অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, সিলেট মহানগরের আমির মো. হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সাবেক আমির সিরাজুল ইসলাম মতলিব, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ঢাকা পল্টন জামায়াতের আমির শাহীন আহমদ খান, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজামুদ্দিন, কুলাউড়া উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।