দীঘিনালায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

দীঘিনালায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি :

উচ্চ আদালতের নির্দেশেখাগড়াছড়ির  দীঘিনালার  দুইটি ইটভাটা স্থায়ী  ভাবে বন্ধ ঘোষণা  করেন উপজেলা  প্রশাসন।

বৃহস্পতিবার  বিকাল তিন টায় দীঘিনালা উপজেলা  সবকয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগ   দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট  উপস্থিত ছিলেন।

 দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ বলেন  হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দীঘিনালা অবস্থিত ইটের ভাটা   বন্ধ ঘোষণা করা হয়।  এর আগে উপজেলার   অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ ও জরিমানার করলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।ভবিষ্যতে দীঘিনালাতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলে জানান।