চিকিৎসকদের সেরা হয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে হবে: মাহমুদুর রহমান

চব্বিশের বার্তা অনলাইন

চিকিৎসকদের সেরা হয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরতে হবে: মাহমুদুর রহমান

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লব বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে চিকিৎসকদের বিশ্বের সেরা চিকিৎসক হয়ে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল কোচিংয়ের উদ্যোগে আয়োজিত গ্রাউন্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকার পতনের পর একটি বিশেষ মহল বাংলাদেশকে শাস্তি দিতে চেয়েছিল। ভারত বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ এবং ভিসা প্রদান স্থগিত করার হুমকি দিয়েছিল, তবে তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।

তিনি আরও বলেন, 'আমাদের স্বপ্ন, বাংলাদেশের চিকিৎসকরা এত উন্নত হবেন যে, দেশের মানুষকে আর চিকিৎসার জন্য ভারতে যেতে হবে না। বরং ভারতের নাগরিকরাই বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে। এমন সময় হয়তো আসবে, যখন বাংলাদেশ ভারতের রোগীদের চিকিৎসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত মানবিক এবং তারা কখনোই কোনো অসুস্থ রোগীকে ফিরিয়ে দেবেন না।'

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, এমন মর্মান্তিক দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারে না। সম্প্রতি ঢাকার সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষের ঢল নেমেছিল, যা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাহমুদুর রহমান আরও বলেন, অতীতে যেখানেই গণহত্যা হয়েছে, সেখানেই চিকিৎসা কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনেও ইসরায়েল চিকিৎসা কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে, যার ফলে রোগীরা প্রাণের ভয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছে। তবে অনেক অভিজ্ঞ চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, মানবসেবার চেয়ে বড় কিছু হতে পারে না। চিকিৎসকদের সামনে মানব যন্ত্রণা লাঘবের সুযোগ রয়েছে। তাই, সেরা চিকিৎসক হওয়ার পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে মাহমুদুর রহমান তাঁর শিক্ষাজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটের আবাসিক হলের স্মৃতিচারণ করেন এবং দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অধ্যাপক কামরুল ইসলাম এবং রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল কোচিংয়ের প্রধান পরিচালক মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।