বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত ও ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত ও ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত ও ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ 

আজ ৭ই মার্চ ২০২৫ ঈ. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দ্বিতীয় দফায় মতবিনিময় হচ্ছে। উক্ত মতবিনিময়ে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা হচ্ছে।

বাদ জুমা পল্টনস্থ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে রয়েছেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে রয়েছেন, মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।