বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরম নিয়ে যা বললেন হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরম নিয়ে যা বললেন হাসনাত

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্লাটফরম। ফ্যাসিবাদবিরোধী এবং গণহত্যার বিচারের দাবিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি, সমন্বয়ক পরিচয় দিয়ে এই ভূখণ্ড বা রাষ্ট্র থেকে কেউ বিশেষ সুবিধা নেবে, তা হতে দেওয়া হবে না।

যদি কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো অন্যায় করে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করেছে। আমি পুলিশসহ অন্যান্য যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে আমি তাদের বলতে চাই, আপনারা যদি মনে করেন, আবার কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ফ্যাসিবাদ ফিরে আসবে—আপনারা তাদের মডেলের পুলিশিং করবেন সেটি বাংলাদেশে আর কখনোই হবে না। জনগণ যে ধরনের পুলিশিং চায় সে পুলিশিংয়ে আপনারা তৎপর হবেন।