ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ প্রতিনিধি

ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদল নেতা ও ২০২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১/০৪/২০২৫ইং) কমলগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কমলগঞ্জ সরকারি কলেজ শাখা

মানববন্ধনে বক্তারা বলেন, “ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।” তারা অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ ব্যানার হাতে একত্রিত হয়ে এই বর্বরোচিত হত্যার প্রতিবাদ জানান।

উল্লেখ্য, নিহত পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একজন সক্রিয় ছাত্রদল কর্মী ছিলেন। আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি আগে থেকেই হুমকির মুখে ছিলেন বলে অভিযোগ করেন সহপাঠীরা।