Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
শামীম আহমেদ তালুকদার, স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলার ব্যস্ততম ভানুগাছ বাজারে সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার বিকেল ৫টা নাগাদ সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় দেখা যায়, বাজারের প্রধান সড়ক ও ফুটপাতের বেশ কিছু অংশ অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে। জনদুর্ভোগ কমাতে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে।
অভিযান চলাকালে ডি. এম. সাদিক আল শাফিন বলেন,বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি শুধু বাজারের শৃঙ্খলা নষ্ট করে না, সাধারণ জনগণের চলাচলেও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে দখল করা জায়গা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options