কমলগঞ্জের ভানুগাছ বাজারে চুরি:নগদ অর্থসহ মালামাল লোট

কমলগঞ্জের ভানুগাছ বাজারে চুরি:নগদ অর্থসহ মালামাল লোট

কমলগঞ্জ  (মৌলভীবাজার) প্রতিনিধি :

২৭শে মার্চ রাতে ভানুগাছ বাজারের *সাজিম এন্ড তামভীর ফ্যাশন* নামক দোকানে চুরি সংঘটিত হয়েছে। দোকানের মালিক সূত্রে জানা যায়, রাতের আঁধারে চোরেরা দোকানটির দোকানপাটের মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

দোকানটির মালিক জানান, "আমরা রাত ২ টার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আজ  সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পাই যে দরজার তালা ভেঙে মালামাল এবং নগদ অর্থ চুরি হয়ে গেছে। বিষয়টি বণিক সমিতিকে জানানো হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে।"

বনিক সমিতির দায়িত্বশীলরা জানান, "আমরা ঘটনার পর পরই তদন্ত শুরু করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।"

ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন, শীঘ্রই চোরেরা গ্রেফতার হবে এবং দোকান মালিকের ক্ষতিপূরণ সম্ভব হবে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এবং বাজারের ব্যবসায়ীরা উদ্বিগ্ন এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।