কমলগঞ্জে বিনা লাভের বাজার চালু করছে জামায়াতে ইসলামী

কমলগঞ্জে বিনা লাভের বাজার চালু করছে জামায়াতে ইসলামী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জে বিনা লাভের বাজার চালু করছে জামায়াতে ইসলামী

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে বিনা লাভের বাজার চালু করা হচ্ছে। আগামী ৫ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত মাসব্যাপী এই বাজার পরিচালিত হবে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর।

এই বাজারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা, যাতে তারা রমজান মাসে কিছুটা স্বস্তি পান।

বাজারটিতে চাল, ডাল, চিনি, তেল, পেঁয়াজ, রসুন, আলু, ছোলা, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে।

কমলগঞ্জ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সহযোগিতায় এই উদ্যোগ আরও সম্প্রসারিত হতে পারে। স্থানীয়দের স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ আগামীতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিনা লাভের এই বাজারটি কমলগঞ্জের ইসলামী ব্যাংকের পাশে একটি নির্দিষ্ট স্থানে পরিচালিত হবে, যেখানে আগ্রহীরা এসে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এ উদ্যোগকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।