‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এফএসডিএসের যাত্রা শুরু

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এফএসডিএসের যাত্রা শুরু

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এফএসডিএসের যাত্রা শুরু

সংগৃহিত: "সবার আগে বাংলাদেশ" স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো গবেষণা প্রতিষ্ঠান এফএসডিএস

রাষ্ট্রীয় সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও নীতি প্রণয়নে গবেষণা চালানোর লক্ষ্যে "ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ" (এফএসডিএস) নামে একটি নতুন থিংক ট্যাংকের আত্মপ্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

রবিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে আনুষ্ঠানিকভাবে এফএসডিএস-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সামরিক কর্মকর্তা, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এফএসডিএস-এর চেয়ারম্যান বলেন, "জাতীয় চেতনাকে সমুন্নত রেখে নিরাপত্তা, সামরিক ও বেসামরিক সহযোগিতা এবং ভূরাজনৈতিক বাস্তবতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়নের লক্ষ্যে আমরা কাজ করবো।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচনব্যবস্থার চ্যালেঞ্জগুলো গভীর বিশ্লেষণের দাবি রাখে। আমাদের নিরাপত্তার জন্য রোহিঙ্গা সংকট, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসবাদের হুমকি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।"

বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, "দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আমাদের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।"

এফএসডিএস-এর লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দূরদর্শী নীতিনির্ধারণ ও কার্যকর কৌশল প্রয়োজন। জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে গবেষণার মাধ্যমে যথাযথ পরামর্শ প্রদান করবে এই প্রতিষ্ঠান।