কমলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কমলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

কমলগঞ্জ রিপোর্টার: কমলগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তানভীর রায়হান ওয়াসিম। দাওয়াহ সম্পাদক সৈয়দ মাহফুজুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাসুক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক অর্থ সম্পাদক মাহালম জিহাদি, কমলগঞ্জ সরকারি কলেজের সাবেক সভাপতি শফিকুর রহমান সালেহ, এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ছাত্রশিবিরের ইতিহাস, আদর্শ ও লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক ভিত্তি গড়ে তোলার আহ্বান জানান।