ভর্তি পরীক্ষার্থীদের পাশে ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 

ইবি প্রতিনিধি:

ভর্তি পরীক্ষার্থীদের পাশে ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় পাশে দাড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।


শুক্রবার (২৫ এপ্রিল) দূর দূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের অসুবিধা দূর করার জন্য সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করেন তারা।


ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, "প্রচন্ড গরমের দিনে ঠান্ডা পানি দিয়েছে, বসার ব্যবস্থা করেছে, স্যালাইনের ব্যবস্থা করেছে। তাদের এমন উদ্যোগে আমরা সন্তুষ্ট। "


এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, "আগত পরীক্ষার্থীদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কের নাম দেয়া হয়েছে 'শহীদ আবু সাঈদ তথ্য কেন্দ্র'। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য  আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি এবং শিক্ষার্থীদের জন্য একটি করে কলম উপহারের ব্যবস্থা করেছি।"