Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) রোটার্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ মে) বিকাল ৩ টায় টিএসসিসি তে ভোট গ্রহণের মধ্যমে তাদের নির্বাচিত করা হয়। নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম। মডারেটর হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা শহীদ জিয়াউর রহমান হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম বলেন, ‘২৬ জন ভোটারের মধ্যে সবই কাস্ট হয়েছে। সম্ভবত জীবনে এটাই ১০০ শতাংশ কাস্টিং। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এরকম প্রতিযোগিতাময় মনোভাব প্রশংসনীয়। নতুন নেতৃত্বে রোটার্যাক্ট ক্লাব ভালো কিছু উপহার দিবে বলে আশাবাদী।’
নব নির্বাচিত সভাপতি মনির হোসেন বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়ে সে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। রোটার্যাক্ট ক্লাবের সকলকে সাথে নিয়ে রোটার্যাক্ট ক্লাবের ভালোর জন্য কাজ করে যাব।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options