স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশ্বে বিরল। প্রতিবেশী দেশগুলোতে এমন দৃশ্য দেখা যায় না। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এই উৎসব শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ মিনিটে শেষ হয়। চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। একইসঙ্গে, পাহাড় কিংবা সমতল কোথাও অবৈধ অস্ত্রের ব্যবহার বরদাশত করা হবে না। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে থানা লুটপাটের ঘটনা ঘটেছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে কিছু উদ্ধার হলেও এখনো অনেকগুলো উদ্ধার করা যায়নি, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’