শ্রমের ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত: শ্রম উপদেষ্টা শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও অনেক কাজ এখনো বাকি, তবে আমরা সঠিক পথে যাত্রা শুরু করতে পেরেছি। আজ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের শ্রম পরিস্থিতি তুলে ধরেন। উপদেষ্টা আরও জানান, আইএলওতে তিনি দেখেছেন গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতন এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে, যেকোনো সময় নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল। তবে সরকার এখন শ্রমিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।