মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩,৩০০ ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৩,৩৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪,৮৫০ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ২২০ জন। ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও স্থানীয় স্বেচ্ছাসেবী দলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেছেন মিয়ানমার সফররত জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের এই কর্মকর্তা বিশ্ববাসীর প্রতি মিয়ানমারের বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি তার এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, 'বিশ্বকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে। অনেকেই সবকিছু হারিয়েছেন, তবুও অন্যের সাহায্যে এগিয়ে আসছেন।' ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, সংকুচিত হয়েছে নাগরিক সুবিধা এবং দুর্বল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। ২৮ মার্চের ভূমিকম্প পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান গৃহযুদ্ধের কারণে এরই মধ্যে ৩০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশটির জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।