আসন্ন কোরবানির ঈদে ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য দেওয়া ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ওই এলাকায় গরুর হাট বসানো সম্ভব হবে না। আজ রবিবার (৪ মে ২০২৫) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আফতাবনগরে পশুর হাট বসানোর অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। অথচ এই বিষয়ে হাইকোর্টে একটি রুল বিচারাধীন রয়েছে। পূর্বে হাইকোর্ট বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।