বিতর্কিত ব্যারিস্টার তুরিন আফরোজ আটক

বিতর্কিত ব্যারিস্টার তুরিন আফরোজ আটক

অনলাইন ডেস্ক: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ও নীলফামারীতে একাধিক মামলা রয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তুরিন আফরোজের বিরুদ্ধে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এছাড়া, ট্রাইব্যুনালে থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

তুরিন আফরোজ ২০১৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।