ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পাশে ইবি ছাত্রদল

ইবি প্রতিনিধি:

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের পাশে ইবি ছাত্রদল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুপেয় পানি, খাবার স্যালাইন, কলমসহ আগত পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা। এসময় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করতে দেখা যায় নেতাকর্মীদের। 


শুক্রবার (২ মে) ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থিত শাখা ছাত্রদলের 'হেল্প ডেস্ক' থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহযোগিতার হাত বাড়ায় সংগঠনটি।


পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ঔষধপত্র , অভিভাবকদের বসার ব্যবস্থাসহ সাধ্যমতো খাবারের ব্যবস্থা করে শাখা ছাত্রদল। পাশাপাশি আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শাখা ছাত্রদলের নাম সম্বলিত কলম উপহার দেয় সংগঠনটি।


এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহ্বায়ক  সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, "প্রধান ফটকে তারা আমাদের ঠান্ডা পানি দিয়েছে, বসার ব্যবস্থা করেছে, কলম উপহার দিয়েছে, ফুল দিয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করেছে। তাদের এমন সহযোগিতামূলক কাজে আমরা আনন্দিত।"


সার্বিক কার্যক্রম সম্পর্কে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, "যতদিন ভর্তি পরীক্ষা চলবে ততদিন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিভিন্ন সহযোগিতামূলক, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে।"


উল্লেখ্য গত শুক্রবার (২৫ এপ্রিল) গুচ্ছ 'সি' ইউনিট ভর্তি পরীক্ষার দিনেও যানজট নিরসন, পরীক্ষা শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তারা।