ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ।

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি 

ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ।

পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশের অভিযানে  তানভীর আহমেদ শিমুল (২৬) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।আটককৃত শিমুল চৌবাড়িয়া ক্ষিণপাড়া গ্রামের মোঃ শামসুল আলমের ছেলে। ভাঙ্গুড়া থানা পুলিশের তথ্য অনুসারে জানা যায়, আটকের সময় তার কাছে থেকে পাওয়া যায়  ২০ গ্রাম গাঁজা ও ০৭ ইয়াবা। বুধবার (৩০) এপ্রিল সন্ধ্যা ০৭.১০ এর দিকে ভাঙ্গুড়া পৌরসভাধীন কালিবাড়ী আবু হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তাকে আটকের সময় পলাশ নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। 

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন,  উভয়ের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মামলা রুজু হয়েছে। ধৃত আসামিকে কোর্টে সোপর্দ  করা হয়েছে।