ভারত-পাকিস্তানের যুদ্ধের উত্তেজনা বাড়ছেঃ সীমান্তে স্কুলগুলোতে প্রাথমিক চিকিৎসা শিবির

নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তানের যুদ্ধের উত্তেজনা বাড়ছেঃ  সীমান্তে স্কুলগুলোতে প্রাথমিক চিকিৎসা শিবির

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। যেকোনো মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে উভয় দেশই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার স্কুলগুলোকে প্রাথমিক চিকিৎসা শিবিরে রূপান্তর করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, সুরক্ষামূলক হেলমেট ও উজ্জ্বল রঙের ভেস্ট পরে ১৩ বছর বয়সী কোনাইন বিবি মনোযোগ সহকারে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ গ্রহণ করছেন। তিনি এএফপিকে বলেন, “ভারত আমাদের হুমকি দিচ্ছে। যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।”

পাকিস্তান সরকার ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের কাছে “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য” রয়েছে যে ভারত শিগগিরই সামরিক হামলার পরিকল্পনা করছে। এদিকে, সীমান্তের পাকিস্তান অংশে ৬ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৯৫টি নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর অবস্থিত।

স্থানীয় প্রশাসন এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের জানানো হচ্ছে কীভাবে জানালা দিয়ে লাফ দিতে হয়, ফোলানো ইভাকুয়েশন স্লাইড ব্যবহার করতে হয় এবং আহত ব্যক্তিকে নিরাপদে বহন করার কৌশল।

এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। উভয় দেশের এই সামরিক প্রস্তুতি ও পারস্পরিক হুমকি-ধামকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।