ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী নিশ্চিত করেছেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রার মোটিফ পোড়ানোর সাথে জড়িত অপরাধীকে শনাক্ত করা হয়েছে। আজ রবিবার রমনার বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, “আমরা তদন্তের প্রায় শেষ পর্যায়ে রয়েছি। খুব শীঘ্রই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।” তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংঘটিত মোটিফ পোড়ানোর ঘটনার মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পহেলা বৈশাখের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, রমনার বটমূলসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে প্রায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, “আপাতত কোনো হুমকির আশঙ্কা নেই, তবে পুলিশ সতর্ক রয়েছে।” এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।