চব্বিশের বার্তা অনলাইন: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি ছাত্র জনতা। ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে সংহতি প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচিতে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুপুর সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের ৩০টির বেশি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেয়। বেলা ১১টায় সিনেট ভবনের পাশে প্যারিস রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৌহিদী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ নেন। ময়মনসিংহে ইসরাইলি বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। নগরীর টাউন হল মোড়ে হাতে প্ল্যাকার্ড ও মুখে স্লোগান নিয়ে প্রতিবাদ জানান তারা। পাবনার জনগণও গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে শহরের শহীদ চত্বরে বিক্ষোভ করেছে। গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংসতা বন্ধের দাবিতে ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছেন। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানান।