মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, ইতিহাসকে তার স্বস্থানেই রাখতে হয়, কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ভবিষ্যৎ সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটি তাদের বিষয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল, ২০২৫) ভোরে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি এসব কথা বলেন। গার্ড অব অনার প্রদান শেষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপদেষ্টা আরও বলেন, মুজিবনগর সরকার কোনো প্রবাসী বা অস্থায়ী সরকার ছিল না। এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এটিই বাংলাদেশের সাংবিধানিক সরকার। ইতিহাসের ওপর কিছু চাপিয়ে দেওয়া যায় না। এই সরকারের শপথগ্রহণ একটি উজ্জ্বল অধ্যায়, যা চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা উচিত। তিনি জানান, সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির জন্য কাজ করছে, তবে আদালতে মামলা থাকায় তালিকা প্রণয়ন সম্ভব হচ্ছে না। প্রায় ২ হাজার ৭০০টির বেশি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলোর নিষ্পত্তি হলেই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা হবে।