অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফ্তার করেছে ডিবি

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফ্তার করেছে ডিবি


অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, একই দিন সন্ধ্যায় জামালপুরের নরুন্দি এলাকায় শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মেহের আফরোজ শাওন একজন প্রখ্যাত অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। ২০২৪ সালে তিনি ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।