চট্টগ্রামে সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস: প্রথম সফর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস এই প্রথম নিজ শহর চট্টগ্রামে পদার্পণ করলেন। আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে তিনি তাঁর জন্মভূমিতে পৌঁছান। দিনভর তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল মঙ্গলবার জানিয়েছেন, ড. ইউনূস চট্টগ্রাম সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান। এছাড়াও, তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত পৈতৃক ভিটা পরিদর্শন করবেন। চট্টগ্রামে পৌঁছে ড. ইউনূস সরাসরি বন্দর পরিদর্শনে যাবেন। সেখানে বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। পরবর্তীতে, বন্দর ও জাহাজ চলাচল খাতের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।