ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে শাহবাজের বৈঠক

অনলাইন ডেস্ক:

ভারত-পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গে শাহবাজের বৈঠক

কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রায় প্রতিদিনই হামলা, পাল্টা হামলা এবং সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) সভা আহ্বান করেছেন। এই সংস্থাটি মূলত পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল নির্ধারণ করে। তবে এর প্রধান কাজ হলো দেশটির পারমাণবিক অস্ত্রের সুরক্ষা ও এ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রীরাও সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, জয়েন্ট চীফ অফ স্টাফ, তিন বাহিনীর প্রধান এবং স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টরও এই কমিটির সদস্য। এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এই হামলার জন্য পাকিস্তান দায়ী বলে অভিযোগ করে ভারত। এরপর মঙ্গলবার রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে বেশ কয়েকজন হতাহত হন বলে খবর পাওয়া যায়। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।