মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬৯৪ ছাড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় দেড় হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে জান্তা সরকারের বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ভূমিকম্পের আঘাত দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।