ডাকসু নির্বাচন: জুনের মধ্যে তারিখ ঘোষণার দাবি ছাত্র অধিকার পরিষদের

ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচন: জুনের মধ্যে তারিখ ঘোষণার দাবি ছাত্র অধিকার পরিষদের

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য মে মাস এবং জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। বুধবার দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই দাবি জানান। এ সময় সংগঠনের ঢাবি শাখার আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, প্রশাসন ডাকসুর একটি টাইমলাইন দিয়েছে, তবে সেখানে নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ নেই। তিনি মে মাসের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান, যাতে জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইয়ামিন মোল্লা ডাকসু নির্বাচনকে জুলাই গণঅভ্যুত্থানের কমিটমেন্ট হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া জুলাই অভ্যুত্থানের কমিটমেন্ট ছিল। বিশ্ববিদ্যালয়কে দলীয় লেজুড়বৃত্তিক দাসত্বমূলক রাজনীতি থেকে মুক্ত করতে ডাকসু নির্বাচন জরুরি। একইসঙ্গে তিনি ডাকসু নির্বাচনকে ক্যালেন্ডার কর্মসূচি করারও দাবি জানান।

তিনি আরও বলেন, অতীতে ডাকসু নির্বাচন নিয়ে নানা টালবাহানা দেখা গেছে। টাইমলাইন ঘোষণা করা হলেও সুনির্দিষ্ট তারিখ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে শিক্ষার্থীদের নিয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।

বর্তমানে একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে ইয়ামিন মোল্লা বলেন, একটি মহল ডাকসু নিয়ে দীর্ঘ সংস্কারের কথা বলছে। তিনি বলেন, ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করবে এবং অপরিহার্য সংস্কারগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে।