সারজিসের শোডাউন: ব্যাখা চাইলেন তাসনিম জারা

সারজিসের শোডাউন: ব্যাখা চাইলেন তাসনিম জারা

বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের একটি কর্মসূচি নিয়ে দলের ভেতরেই প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার বিমানে ঢাকা থেকে সৈয়দপুর যান তিনি। এরপর প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময় তার সঙ্গে শতাধিক গাড়ির বহর ছিল। পঞ্চগড়ে পাঁচটি উপজেলা সফরের সময়ও একই দৃশ্য দেখা যায়।

সারজিসের এই শোডাউন নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। দলের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি সারজিসের কাছে জানতে চেয়েছেন, কীভাবে এত বড় কর্মসূচি আয়োজন করা হলো এবং এর অর্থের উৎস কী। তিনি জনগণের কাছে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাসনিম জারা তার চিঠিতে উল্লেখ করেন, কিছুদিন আগে সারজিস বলেছিলেন যে তার কাছে কোনো টাকা নেই এবং তিনি ধার করে চলছেন। এমন সাদাসিধে জীবনযাত্রার কথা শুনে সবাই অভিভূত হয়েছিলেন। কিন্তু এখন এত বড় আয়োজন কীভাবে সম্ভব হলো, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তিনি আরও বলেন, দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায়। তাই এ বিষয়ে স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া সবার দায়িত্ব। তাসনিম জারা আশা প্রকাশ করেন, সারজিস বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন, যা দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।