স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী কঠোর শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গায়েবানা জানাজাও পড়েন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘‘যে নারীরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আজ তারাই ধর্ষণের শিকার। অথচ আমরা চুপ করে আছি। আমাদের নিরাপত্তার দায়িত্ব যাদের, তারা শুধু সুশীলগিরি দেখাচ্ছেন। গুম, খুন, নির্যাতন আর চাঁদাবাজির কোনো জায়গা নেই নতুন বাংলাদেশে।’’

তারা অভিযোগ করেন, ‘‘দেশে অরাজকতা চরমে পৌঁছেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কার্যকর পদক্ষেপ নেই। তিনি কাঠের পুতুলের মতো বসে আছেন। গত রাতের সংবাদ সম্মেলনে তার শিশুসুলভ বক্তব্যে আমরা হতাশ। আমরা তার অবিলম্বে পদত্যাগ চাই।’’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘‘ছাত্র-জনতার বিপ্লবে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেখানে অপরাধের ঠাঁই নেই। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য দায়িত্ব পেলেও বাস্তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে ছাত্র-জনতার হাতে দায়িত্ব ছেড়ে দিন।’’