নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের সেই ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-তে পাঠানোর কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ট্রাইব্যুনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, 'আমরা নিজেরাই এই বিচার করতে সক্ষম।' চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালায়। সেই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ নিহত হন এবং বহু লোক আহত হন। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত করা হয়। সেই তদন্তে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া যায়। এরপর সরকার এই হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে করার কথা ভাবছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইসিসির সহযোগিতা চেয়েছেন, সেক্ষেত্রে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে, এই প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘আমরা নীতিগতভাবে এই হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। তবে আইসিসি যদি কোনো কারিগরি সহযোগিতা দিতে চায়, আমরা তা গ্রহণ করতে রাজি আছি।’ তাজুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশ নিজেই এই বিচারকার্য পরিচালনা করতে সক্ষম। আমাদের যথেষ্ট দক্ষতা রয়েছে। যেহেতু অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশে, অপরাধীরাও এই দেশের বা আশেপাশের, তাই এই বিচার বাংলাদেশের আদালতেই হওয়া উচিত। আইসিসির কাছে তখনই যাওয়া হয়, যখন কোনো দেশ বিচার করতে অক্ষম হয়।’