ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কমলগঞ্জে জামায়াতের 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি পালিত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে কমলগঞ্জে জামায়াতের 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচি পালিত

কমলগঞ্জ প্রতিনিধি : ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের সন্ত্রাসী ও বর্বর হামলার প্রতিবাদে কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী 'নো ওয়ার্ক, নো স্কুল' ক্যাম্পেইন পালন করে। এ উপলক্ষে সোমবার বিকাল ৫ ঘটিকায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কমলগঞ্জ ভানুগাছ বাজারে  প্রদক্ষিণ করে।

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার থানা আমির মোঃ মাসুক মিয়া, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম সহ সকল ইউনিটের দায়িত্বশীল, জনশক্তি, ও সাধারণ জনতা।

বক্তারা বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবতা লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা বিশ্ব বিবেকের জন্য চরম লজ্জাজনক। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানায়।

তারা আরও বলেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। একইসাথে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।