Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে দেশের মাটিতে পা রাখলেন শেফিল্ড ইউনাইটেডের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়। তাঁর আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা যেন এক নতুন মাত্রা পেল।
হামজার মা বাংলাদেশি এবং বাবা গ্রানাডিয়ান। এই দুই সংস্কৃতির মিশেলে বেড়ে ওঠা হামজা গত বছরের আগস্টে বাংলাদেশের নাগরিকত্ব ও পাসপোর্ট লাভ করেন। এরপর ডিসেম্বরে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক ছাড়পত্র পান। এই ছাড়পত্র পাওয়ার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীরা তাঁর মাঠে নামার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। সিলেটে পৌঁছানোর পর তিনি ঢাকায় এসে এই অপেক্ষার সমাপ্তি ঘটালেন এবং বাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তুতি শুরু করলেন।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে। এই ম্যাচের মাধ্যমে তিনি ইংলিশ লিগের প্রথম ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলে খেলার ঐতিহাসিক রেকর্ড গড়তে যাচ্ছেন। এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি গৌরবময় মুহূর্ত হবে বলে মনে করছেন ক্রীড়াবিদ ও সমর্থকরা।
২৭ বছর বয়সী হামজা ২০১৫ সালে ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন, যা তাঁর দক্ষতা ও সম্ভাবনার প্রমাণ বহন করে। চলতি বছরের শুরুতে তিনি ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন। ফুটবল বিশ্লেষকদের মতে, তাঁর পারফরম্যান্স এতটাই প্রশংসনীয় যে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে তাঁর স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল।
ভারতের বিপক্ষে জয়ের প্রত্যয়
সিলেটে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা। তিনি বলেন, “ভারতের বিপক্ষে ম্যাচে আমরা জিততে চাই। বাংলাদেশের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয়। আমি পুরোপুরি প্রস্তুত এবং দলের জন্য সেরাটা দিতে চাই।” তাঁর এই আত্মবিশ্বাসী বক্তব্য ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
হামজার আগমন বাংলাদেশের ফুটবলের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। ইংলিশ লিগে খেলা একজন ফুটবলারের বাংলাদেশ দলে যোগদান দেশের ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শুধু একজন খেলোয়াড়ই নন, বরং বাংলাদেশি তরুণ ফুটবলারদের জন্য একজন প্রেরণার উৎস হিসেবেও কাজ করবেন।
হামজার আগমনে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। একজন সমর্থক লিখেছেন, “হামজার মতো খেলোয়াড় আমাদের দলে এলে ফুটবলের সুবর্ণ যুগ শুরু হতে পারে।” আরেকজন লিখেছেন, “ভারতের বিপক্ষে ম্যাচে হামজার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।”হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশে আগমন শুধু একটি খেলোয়াড়ের দেশে ফেরা নয়, এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে তিনি যখন মাঠে নামবেন, তখন সঙ্গে থাকবে লাখো সমর্থকের প্রত্যাশা ও ভালোবাসা। এই তারকা ফুটবলার কীভাবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যান, সেটাই এখন দেখার বিষয়।
অফিস ডেস্ক
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১০ই মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শনিবার, ৮ই মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ৯ই মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 9
View Options