গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক:

গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটেনের সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে গুলশানে ভয়াবহ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগের তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, ২০০০ সালে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ‘ইস্টার্ন হাউজিং’ এর কাছ থেকে গুলশান-২ এর ৭১ নম্বর রোডে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি।

দুদক এই জালিয়াতি ও দুর্নীতির ঘটনায় টিউলিপ সিদ্দিক ও রাজউকের তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ রয়েছে, টিউলিপ সিদ্দিকের প্রভাবে ‘ইস্টার্ন হাউজিং’ রাজউকের প্রায় দুই বিঘা জমি দখল করে প্লট ও ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয়। দুদকের অনুসন্ধানে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে এসেছে।

গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা হস্তান্তরের বিনিময়ে টিউলিপ সিদ্দিক ফ্ল্যাট উপহার নিয়েছেন, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে টিউলিপ সিদ্দিক ও রাজউকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর মার্চ মাসে দুদক ফ্ল্যাটটির সন্ধান পায়। আদালতের মাধ্যমে ফ্ল্যাটটি জব্দের আদেশ দেওয়া হয়। অনুসন্ধানে জানা যায়, ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে ঢাকা ইম্রুভমেন্ট ট্রাস্ট (রাজউক) দুই বিঘা জমি হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। পরবর্তীতে সেই সম্পত্তি ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে যায়।

২০০০ সালে টিউলিপ সিদ্দিক তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসেবে আমমোক্তার অনুমোদন এবং ৩৬টি ফ্ল্যাটে বিভাজনের অনুমোদন করিয়ে নেন। এর বিনিময়ে তিনি ২০১ নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন।

এ ঘটনায় টিউলিপ সিদ্দিক, সাবেক রাজউক কর্মকর্তা সরদার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের আসামি করে মামলা করবে দুদক। তবে ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যান জহুরুল ইসলাম ও রাজউকের সাবেক কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম মারা যাওয়ায় তাদের আসামি করার সুযোগ নেই। রাজউকের প্লট বরাদ্দ বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ না থাকলেও এক্ষেত্রে তা করা হয়েছে। দুদকের পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট জালিয়াতি মামলাতেও টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে।