কুবির  বিজয় ২৪ হলের প্রভোস্টের উদ্যোগে ইদ উপহার বিতরণ 

কুবির  বিজয় ২৪ হলের প্রভোস্টের উদ্যোগে ইদ উপহার বিতরণ 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের ব্যক্তিগত উদ্যোগে ইদ উপহার দেওয়া হয়েছে হলটির কর্মচারীদের মধ্যে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) দুপুর দেড়টার  দিকে বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খানের তত্বাবধানে বিজয়-২৪ হলের সকল কর্মচারী এবং অন্যান্য চার হলের ডাইনিং কর্মচারীদের মোট ৩০টি পাঞ্জাবী  ও ১০টি শাড়ি ইদ উপহার হিসেবে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম।

 বিজয় ২৪ হলের কর্মচারি  জগন্নাথ চন্দ্র বলেন,  'আমাদের আজকে পাঞ্জাবি উপহার দিয়েছেন। এরকম আগে কেউ করেনি । আমরা এগুলো পেয়ে খুব খুশি ও আনন্দিত। প্রতিবছর এইরকম উদ্যোগ নিয়ে থাকলে  আমরা কাজে উৎফুল্ল ও আনন্দ পাব।'

বিজয় ২৪ হলে প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, 'তাদের সাথে আমাদের ইদের খুশি ভাগাভাগি করার জন্য ইদ উপলক্ষে আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি। যেহেতু ওনারা কষ্ট করে আমাদের শিক্ষার্থীদের সেবা দিয়ে থাকে  পাশাপাশি আমাদেরও সেবা দিয়ে থাকে। আমরাও যেহেতু ইদ করবো, তাদের সাথে যেন ইদের খুশিটা  ভাগাভাগি করতে পারি।

তিনি আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম শুধু বিজয় ২৪ হলে দিব। কিন্তু পরে কয়েকটি মাধ্যম থেকে ফান্ড কালেক্ট করে পাঁচটা হলের কর্মচারিদের জন্য বিতরণের সিন্ধান্ত নেওয়া হয়।  কাপড়ের মানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।  মহিলাদেরও দেওয়ার চেষ্টা করেছি যাতে কোনো প্রোগ্রামে পরে যেতে পারেন।'

প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন,  'এইরকম একটি উদ্যোগ নেওয়ায় প্রভোস্ট স্যারকে ধন্যবাদ।  সবাই যেন সুন্দর করে ইদ পালন করতে পারে সেজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।'