মৌলভীবাজারে স্কিল শিখন আইটি ইন্সটিটিউটের উদ্যোগে ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারে স্কিল শিখন আইটি ইন্সটিটিউটের উদ্যোগে ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত

মৌলভীবাজারের স্বনামধন্য আইটি শিক্ষাপ্রতিষ্ঠান স্কিল শিখন এর উদ্যোগে একটি বিশেষ ফ্রিল্যান্সিং সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটি অনুষ্ঠিত হয় মৌলভীবাজার পৌরসভা হল রুমে, যেখানে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল বক্তব্য প্রদান করেন স্কিল শিখন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমাজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) নূর নবী পাবেল, প্রশিক্ষক রাধী চৌধুরী ও মো. দুলাল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষক জাহিদুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াসিফ ইবনে ওয়ালিউর, সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার), মৌলভীবাজার সদর।
সেমিনারে বক্তারা জানান, স্কিল শিখন এর মূল লক্ষ্য হচ্ছে মৌলভীবাজারের শিক্ষিত তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জেলার বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।