কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার: একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ ২০২৫ প্রজেক্ট বাস্তবায়ন করা হয়।
কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। একতা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার বিতরণ ২০২৫ প্রজেক্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী জনাব এ এম জুয়েল মহোদয়।

১৩ই মার্চ ২০২৫ইং ইফতার বিতরণ করা হয়।
অতিথিরা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও একতা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। তা সবসময় অব্যাহত থাকবে। এ সামাজিক সংগঠন শুধু ইফতার নয় সব ধরনের সহযোগিতা করে আসছে, যা মানবজীবনে মানুষের কল্যানে ব্যাপক ভূমিকা রাখে।  আগামীতেও এই রকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেছেন একতা সমাজ কল্যাণ পরিষদের নীতি নির্ধারকরা।