লাইলাতুল কদরের নামাজ পড়তে গিয়ে ঝালকাঠিতে মুসল্লির মৃত্যু

লাইলাতুল কদরের নামাজ পড়তে গিয়ে ঝালকাঠিতে মুসল্লির মৃত্যু

মোঃ মাহিন খান:

ঝালকাঠির রাজাপুরে লাইলাতুল কদরের নামাজ পড়তে গিয়ে সাহেব আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় মোল্লা ফাউন্ডেশন ওয়াকফ এটেস্ট জামে মসজিদে এই ঘটনা ঘটে। জুম্মার নামাজের পর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেব আলী ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথা ঘুরে পড়ে যান। মুসল্লিরা তাকে ধরলেও তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিয়মিত মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন।

স্থানীয় হোমিও চিকিৎসক মো. নিপু সিকদার জানান, নামাজরত অবস্থায় আমরা তাকে পড়ে যেতে দেখি। নামাজ শেষে তার পালস চেক করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

মসজিদের ইমাম মো. ইব্রাহিম খান বলেন, সাহেব আলী ছিলেন আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি। এমন বরকতময় রাতে মসজিদে মৃত্যুবরণ করা সৌভাগ্যের বিষয়।

সাহেব আলীর নাতি মো. জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরে নানাকে জড়িয়ে ধরেছিলাম। সেটাই যে শেষ দেখা হবে বুঝতে পারিনি।

মসজিদ কমিটির সভাপতি মো. হুমায়ূন কবির মোল্লা বলেন, নামাজরত অবস্থায় সাহেব আলীর মৃত্যু হয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

ধর্মপ্রাণ মানুষ হিসেবে সাহেব আলীর শেষ নিশ্বাস ত্যাগ গ্রামবাসীর মনে গভীর শূন্যতার সৃষ্টি করেছে।