হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের অন্তর্ভুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

অনলাইন ডেস্ক

হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের অন্তর্ভুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটিতে সকল সদস্য মুসলিম হওয়ার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধুমাত্র পদাধিকার বলে যারা সদস্য হন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। আদালত কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছে, হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে কিনা।

শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, যেসব সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন করা যাবে না। ওয়াকফ আইন সংক্রান্ত শুনানিতে আদালত কেন্দ্রের আইনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। ওয়াকফ বোর্ডের ২২ জন সদস্যের মধ্যে মাত্র ৮ জন মুসলিম কেন, আদালত তা জানতে চায়।

এ বিষয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতার মধ্যে বিতর্ক হয়। মেহতা বলেন, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলার শুনানি হওয়া উচিত নয়। প্রধান বিচারপতি বলেন, বিচারকের আসনে বসলে ধর্ম পরিচয় মুখ্য থাকে না, বরং সকলের প্রতি সমান দৃষ্টি রাখা হয়। এরপর তিনি জানতে চান, এর মানে কি এই দাঁড়ায় যে, হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের বোর্ডে মুসলিমদের স্থান দেওয়া হবে? তিনি এ বিষয়ে সরকারের মতামত জানতে চান।

প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধানের ২৬ নম্বর ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে এবং এটি সকল সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। আদালত রায় ঘোষণার কথা বললেও, মেহতা সরকারের বক্তব্য শোনার জন্য আরও একদিন সময় চান। আদালত সেই আবেদনে সাড়া দেয় এবং পরবর্তী শুনানির দিন ধার্য করে।

আদালত আরও জানায়, কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে চিহ্নিত হলে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি চলাকালীন তাতে কোনো পরিবর্তন করা যাবে না। সেটি ওয়াকফ হিসেবে দান করা হোক বা কোনো চুক্তির মাধ্যমে হয়ে থাকুক, এই নির্দেশ সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো সম্পত্তি ওয়াকফ নাকি সরকারি, তা জেলাশাসকের নির্দেশে তদন্ত চলাকালীন সেই সম্পত্তিকে ওয়াকফ হিসেবে গণ্য করা হবে না, আইনে এমন উল্লেখ থাকলেও, আদালত জানায় এই নির্দেশ এখনই কার্যকর হবে না।

ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সকল সদস্যকে মুসলিম হতে হবে। শুধুমাত্র পদাধিকার বলে যারা সদস্য (Ex Officio members), যেমন সরকারি আধিকারিক অথবা কোনো পক্ষের প্রতিনিধি, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।