Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্তৃক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও বাস ড্রাইভার কতৃক শিক্ষার্থীদের সাথে অসদাচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
১৩ এপ্রিল(রবিবার) দুপুর ১ টার সময় ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে পর্যন্ত উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ফ্যাকাল্টির সাধারণ শিক্ষার্থীরা উক্ত মিছিলে অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৮ দফা দাবি তুলে ধরে। উক্ত দাবির মধ্যে কৃষি গুচ্ছে আগত পরীক্ষার্থীদের সাথে কর্মকর্তাদের অসদাচরণের তদন্ত, বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে বাসের স্টাফ কতৃক হেনস্তা, টাকার বিনিময়ে বহিরাগতদের বাসে যাতায়াত করার সুবিধা প্রদান বন্ধের দাবি সহ ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স খোলার দাবি জানানো হয়।
এ ব্যাপারে আইন ও ভূমি প্রশাসন অনুষদের আন্দোলনকারী এক শিক্ষার্থী অমিয় জামান বলেন,' গতকাল আমাদের একজন নারী শিক্ষার্থীর সাথে কর্মকর্তারা বাজে ব্যবহার করেছেন এবং বাস থেকে নামিয়ে দিয়েছেন। এছাড়া বাস স্টাফরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে বাজে আচরন করে যার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল ও ৮ দফা দাবি স্মারকলিপি প্রদান করেছি'।
এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের আন্দোলনকারী আরেক শিক্ষার্থী ফাতেমা জাহান মেঘলা বলেন, 'আমরা বিভিন্ন সময় বাসে সিট সংকটের কারনে দাঁড়িয়ে যাতায়াত করি অথচ স্টাফরা টাকার বিনিময়ে বহিরাগতদের সিটে বসিয়ে নিয়ে যায়। এসবের প্রতিবাদ করলে আমাদের সাথে বাজে ব্যবহার করে তারা।'
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত হয়ে বলেন,' তোমাদের সকল দাবিই যৌক্তিক এবং অনেকদিনের থেকেই এই অভিযোগ আমরা পাচ্ছি। অতিদ্রুত তোমাদের সকল দাবি দাওয়া মেনে নিয়ে ভোগান্তির অবসান করা হবে'।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, 'গতকাল একটি অনাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটার জন্য আমরা তাৎক্ষণিক ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলি ও তাদের সর্বাত্মক সহযোগিতা করেছি। এছাড়া তোমাদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়া হবে।'
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'একটি অনাঙ্ক্ষিত ঘটনা ও একজন ড্রাইভারের ব্যাপারে যে অভিযোগ এসেছে তার জন্য ইতোমধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং দ্রুত তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছি। এছাড়া সুষ্ঠু তদন্তের স্বার্থে তোমাদের সর্বাত্মক সহযোগিতা আহ্বান করছি।'
উল্লেখ্য গত ১২ এপ্রিল(শনিবার) পটুয়াখালী থেকে ক্যাম্পাস গামী বাসে এক নারী শিক্ষার্থী ও ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থীকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া বাবুগঞ্জ থেকে ক্যাম্পাস গামী বাসের ড্রাইভারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options