Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। তাদের রুখতে গিয়ে তছনছ হয়েছে বহু পরিবার। যন্ত্রণায় কাটছে হাজারো জীবন। তাদেরই একজন কক্সবাজারের ইমরান ইবনে আমির।
বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। তার ডান ও বাম হাত, মাথা এবং শরীর বুলেটবিদ্ধ। কক্সবাজার শহরের বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে কয়েকটি বুলেট বের করলেও অপারেশনের জন্য শরীরের অবস্থা ভালো না থাকায় আরো ৭টি বুলেট নিয়ে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ইমরান ইবনে আমির (১৬)।
বুলেট বিদ্ধ ইমরান ইবনে আমির কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তিনি কক্সবাজার শহরের বাহারছাড়া এলাকার মোহাম্মদ আমির হোসেন (৫৪) ও রাবেয়া বেগম (৪৮) দম্পতির সন্তান। আমির হোসেন মহেশখালী পুটিবিলা ফাজিল মাদ্রসার অধ্যক্ষ। তিন ভাই দুই বোনের মধ্যে ইমরান ইবনে আমির চতুর্থ।সরেজমিনে কথা বলার জন্যে ইমরান ইবনে আমিরের বাসার দরজায় নক করতেই এক যুবক দরজা খুলে দেন। তিনি নিজেকে ইমরানের বড় ভাই আবু রায়হান পরিচয় দিয়ে বাড়ির একটি রুমে নিয়ে যান। দেখা যায়, রুমের এক পাশে খাটের উপর শুয়ে আছেন ইমরান ইবনে আমির। একটু পরপর যন্ত্রণায় ওহ-আহ শব্দ করছেন। বড় ভাই রায়হান পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন। রুমের দরজার পাশে পর্দার আড়ালে দাঁড়ানো মা রাবেয়া বেগমের কান্নার শব্দ শোনা যাচ্ছিল।
ইমরান ইবনে আমির জানান, তিনি কোনো রাজনীতি করেন না। গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে ইমরান ইবনে আমিরও লিংক রোড থেকে কক্সবাজার শহরের পেট্রোল পাম্প এলাকায় পৌঁছার সাথে সাথে ছাত্রলীগ-যুবলীগ নির্বিচারে গুলি চালায়। এ সময় অন্য সহকর্মীদের সাথে তিনিও বুলেট বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় ইমরান ইবনে আমিরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিলেও ছাত্রলীগ-যুবলীগ এবং পুলিশের ভয়ে স্বজনরা ইমরান ইবনে আমিরকে গোপনে বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিবে ভর্তি করিয়ে চিকিৎসা দেন। ডাক্তার ইমরান ইবনে আমিরের শরীরে ১৫টি বুলেট থাকার বিষয়টি নিশ্চিত করলেও অপারেশনের মাধ্যমে ৮টি বুলেট বের করা সম্ভব হয়। আবার অপারেশন করার মতো শরীরের অবস্থা ভালো না থাকায় আরো ৭টি বুলেট বের করা সম্ভব হয়নি। গোপনে বেশ কিছুদিন চিকিৎসার পর বাড়ি ফিরে যায় ইমরান ইবনে আমির।
আমিরের বড় ভাই আবু রায়হান বলেন, দীর্ঘ পাঁচমাস ধরে শরীরে থাকা গুলির যন্ত্রণায় দিনরাত ছটফট করছেন তাঁর ভাই। তীব্র যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না। ছোট ভাইয়ের এ অবস্থা তিনি আর দেখতে পারছেন না। চোখের সামনে যন্ত্রণায় কাতরালেও তিনি কিছুই করতে পারছেন না। সরকারিভাবে এ পর্যন্ত একবারের জন্যও ইমরান ইবনে আমিরের কোন খোঁজ-খবর নেয়া হয়নি বলে তিনি জানান।
ইমরান ইবনে আমিরের চিকিৎসক ডাক্তার রাকেশ কুমার ধর বলেন, শরীরে যেসব বুলেট রয়ে গেছে তা বের করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা। এ উন্নত চিকিৎসা করাতে গেলে প্রয়োজন অনেক টাকার।ইমরান ইবনে আমিরের পিতা আমির হোসেন বলেন, ছেলেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে সবসময় উৎসাহ দিয়েছি। আমার ছেলের শরীর বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হলেও আল্লাহর রহমতে বেঁচে আছে। আমির হোসেন বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে যেন আর কোন বৈষম্য না থাকে এটাই আমার চাওয়া। পাশাপাশি ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতারও দাবি জানান আমির হোসেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি ভাবে সবাইকে সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও কক্সবাজারে নিহতদের পাশাপাশি ইতোমধ্যে আহত ২৪ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
চব্বিশের বার্তা প্রতিবেদক
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক বৃহঃস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক সোমবার, ১০ই মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক শনিবার, ৮ই মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
চব্বিশের বার্তা প্রতিবেদক রবিবার, ৯ই মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 9
View Options