নিকলীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিকলীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিবেদক:

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এক অনাড়ম্বর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ মার্চ ২০২৫) নিকলী সদর ইউনিয়ন শাখার আয়োজনে ঐতিহাসিক ঈদগা ময়দানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মনজিল হোসেন, সদস্য সচিব মাসুকুর রহমান ঝুটন, যুগ্ম সচিব খাইরুল ইসলাম ও নিকলীর বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা।

নিকলী সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো: মেজবাহ উদ্দিন বাক্কীর সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাব্বির, নেয়ামত, লিটন চিশতীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।