Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
ইবি প্রতিনিধি : শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর আয়োজন করে সংগঠনটি।এসময় উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাবের সভাপতি দিদারুল ইসলাম রাসেল, CYB এর সাবেক সভাপতি ত্বকী ওয়াসিফ, CRC এর সভাপতি শাহীদ কাউসার, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল, BNCC সেনা শাখায় CUO আহসান যুবায়ের,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ এবং পনেরো জনের অধিক ভ্যান চালক।
এসময় অতিথিরা ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, প্রয়োজনীয়তা এবং রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। শেষে সকলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটার্যাক্ট ক্লাব। বর্তামানে বিশ্বের ১৯০টিরও অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের এ যুব সংগঠনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৯২ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।
নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এই সংগঠনটি।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options