Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় ভিমরুলের কামড়ে মো. মাজেদ হাওলাদার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মো. পনু হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন এবং অবসরের পর নিজ বাড়িতেই বসবাস করতেন।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানায়, বুধবার দুপুর ১টার দিকে মাজেদ হাওলাদার বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন। এ সময় মৌচাকের পাশে থাকা ভিমরুলের বাসায় নাড়া পড়লে ক্ষুব্ধ ভিমরুলের ঝাঁক তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় নির্বাচন আগে প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন।
কোন নির্বাচনই বর্তমানে প্রয়োজন নেই, সংস্কার আগে প্রয়োজন।
ভোট দিন ফলাফল
Total Vote: 12
View Options