কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশেষ কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ (বৃহঃবার) কমলগঞ্জ উপজেলার চৌমুহনীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, সিলেট মহানগর জামায়াতে ইসলামী ও মৌলভীবাজার জেলা মজলিশে শূরা সদস্য ও মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর, মৌলভীবাজার জেলাসহকারী সেক্রেটারি৷ 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোঃ মাসুক মিয়া, সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সহকারী সেক্রেটারি মোঃ মনসুর আলী এবং উপজেলা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ইসলামের দাওয়াত, সংগঠনের আদর্শ, কর্মীদের দায়িত্ব ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। কর্মীদের আদর্শিক প্রস্তুতি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।