বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে ইবিতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত 

বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে ইবিতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত 

ইবি প্রতিনিধি: 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে ‘বিশ্ব সমাজকর্ম দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) "টেকসই মঙ্গলের জন্য প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানো" প্রতিপাদ্য কে সামনে রেখে দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ বিভাগের আয়োজনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিভাগে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা,একই বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম সুন্দর সরকার, প্রভাষক  হাবিবুর রহমান এবং বিভাগের শিক্ষার্থীবৃন্দ। র‌্যালি শেষে তারা অনুষদ ভবনের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এসময় সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার বলেন, "পরিবারের বন্ধন কমে গেছে, আজকে ইন্টার জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে।  ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেন এই গ্যাপ পূর্ণ করে সুন্দর সমাজ উপহার দিতে পারি আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক।"

এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, " মানবতার প্রতিনিধিত্ব হয় মানবের বিচরনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে চতুর্থ শিল্প বিল্পব চলে কিন্তু বাংলাদেশের মানুষ ২য় বা ৩য় শিল্প বিল্পবের সুবিধা ভোগ করে। কারন আমাদের সমাজ যৌথ পরিবার থেকে একক পরিবারে পরিণত হয়েছে। সমাজের সকল জায়গায় এই বিল্পবের সুবিধা পৌঁছে দিতে হবে। যৌথ পরিবার উঠে গেছে শিল্প বিল্পবের কারনে কিন্তু এই বিল্পব নতুন সুযোগ এনে দিয়েছে, কারন মূহুর্তের মধ্যে আমরা পৃথিবীর এপাশ থেকে ওপাশে নেটওয়ার্কিং করতে পারি।এজন্য এই বিল্পব সামাজিক বন্ধনের অন্তরায় হবে না।"

উল্লেখ্য, মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার বিশ্বব্যাপী ‘সমাজকর্ম দিবস’ হিসেবে পালন করা হয়।