জুলাই বিপ্লব: এক মুক্তির নাম

জুলাই বিপ্লব: এক মুক্তির নাম

মোহাম্মদ সেলিম: ইতিহাস কখনো ভুলে না সেই ক্ষণগুলো, যখন শোষণের শিকল ভাঙতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সাহসী বিপ্লবীরা। জুলাই বিপ্লব কেবল একটি তারিখ নয়, এটি এক গর্ব, এক আত্মত্যাগ, এক মহাকাব্য!

এই মাসেই জন্ম নিয়েছিল নতুন এক আশার সূর্য, যেখানে প্রতিধ্বনিত হয়েছিল নির্যাতিত মানুষের কান্না আর বীরদের বজ্রনিনাদ। শাসকের নির্মম অত্যাচার, নিপীড়নের দুঃসহ অন্ধকার চিরে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল।

বিপ্লবীরা জানত, এ পথ সহজ নয়! তবুও তারা জীবনকে তুচ্ছজ্ঞান করে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার সংগ্রামে। তারা শুধু নিজেদের মুক্তির জন্য লড়েনি, তারা লড়েছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

আজ, তাদের সেই আত্মত্যাগ স্মরণ করা আমাদের দায়িত্ব। আমরা কি পারব তাদের স্বপ্নের সমাজ গড়ে তুলতে? আমরা কি পারব সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, যার বিরুদ্ধে তারা জীবন উৎসর্গ করেছিল?

বিপ্লবের চেতনা কখনো মরে না, কখনো থামে না!